কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের পাশে ময়লার ডিপু (ডাম্পিং স্টেশন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড ছাবেতপাড়া এলাকার মনুর আলমের ছেলে সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ সোহেল (২২) ও একই এলাকার মাওলানা কামাল হোসেনের ছেলে নুর উল্লাহ (২২)। পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি।
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। বিকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছলে চিরিঙ্গাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক সোহেল এবং যাত্রী নুর উল্লাহর ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা একটি ছাগলেরও মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন। তিনি বলেন, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্তে বিলম্ব হয়েছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
