Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিস্টের মোটিফ বানানো শিল্পীর বাড়িতে আগুন, আ.লীগের ৮ জন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম

ফ্যাসিস্টের মোটিফ বানানো শিল্পীর বাড়িতে আগুন, আ.লীগের ৮ জন গ্রেফতার

পহেলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ অনুষ্ঠানের  আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এ সময় ঢাকার মানিকগঞ্জে মানবেন্দ্রের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। 

গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য বলে জানান তিনি। 

এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির আধাপাকা ঘর, এতে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে যায়।

অতিরিক্ত ডিআইজি বলেন, শিল্পী ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

এ ছাড়া ইতোমধ্যে ভাস্করশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পুনঃনির্মাণের ব্যবস্থা নিয়েছে সরকার।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তদন্ত শেষ হলে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুনঃনির্মাণ করা হবে।

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার পরিবার এখনো শঙ্কার মধ্যে আছে বলে জানালেন শিল্পী নিজেই। তিনি বলেন, আমার পরিবারের যে ক্ষতিটি হয়ে গেছে সেটি বড় ধরনের ক্ষতি, তা পুষিয়ে নেওয়ার মতো নয়। এছাড়া আমার শিল্পসত্তায় চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি। 

তিনি বলেন, ঘটনাকে নিয়ে যেন রাজনীতি ও ধর্মীয়করণ করা না হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে যেন সংবাদের কারণে আমরা আবারও ক্ষতিগ্রস্ত না হই। 

অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মানিকগঞ্জ মোটিফ শিল্পী বাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম