জানালার গ্রিলের সঙ্গে ঝুলছিল এনজিও কর্মীর লাশ
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের গোসাইরহাটে দিপ্তি গোলদার (৩৮) নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোসাইরহাট থানা পুলিশ উপজেলার ধীপুর গ্রামের শামীম হাওলাদারের ভাড়া বাসায় একতলার একটি কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃত দিপ্তি গোলদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে। তিনি গোসাইরহাটে একটি এনজিওর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ওই এলাকার শামীম হাওলাদারের ভাড়া বাড়িতে তার স্বামীসহ বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দিপ্তি গোলদার স্বামী পরিতোষ গাইনের সঙ্গে ঝগড়াবিবাদ হওয়ায় পাশের রুমে দরজা লক করে ঘুমিয়ে পড়েন। আরেক রুমে পরিতোষ ঘুমান। বৃহস্পতিবার সকালে দিপ্তির রুমের দরজা বন্ধ পান স্বামী পরিতোষ। এ সময় একাধিকবার নক দিলেও দিপ্তি দরজা না খোলায় তার মোবাইলে ফোন দেন। একাধিকবার মোবাইলে ফোন দিলেও দিপ্তি ফোন রিসিভ করেননি। পরে পাশের জানালা দিয়ে স্বামী পরিতোষ দেখেন জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন স্ত্রী দিপ্তি। তখন আশপাশের লোকজন ডেকে স্থানীয় থানা পুলিশকে খবর দেন স্বামী পরিতোষ। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখেন রুমের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দিপ্তি গোলদার ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে। সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম জানান, এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ এটি নিয়ে কাজ করছে।
