Logo
Logo
×

সারাদেশ

সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী, যা করলেন স্বামী

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী, যা করলেন স্বামী

সিলেটের জকিগঞ্জে সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী। আর এতে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী আব্দুল মুমিন।

ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মুমিনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত আব্দুল মুমিন আনন্দপুর গ্রামের ফাতাই মিয়ার ছেলে। পেশায় তিনি মোটরসাইকেল মেকানিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মুমিনের স্ত্রী প্রায় মাসখানেক আগে পরকীয়া প্রেমিক শাহজাহান নামের এক যুবকের হাত ধরে ৩ সন্তান রেখে পালিয়ে যান। এরপর থেকেই মুমিন বিষাদগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ ঘরের একটি কক্ষে ফাঁস দেওয়া অবস্থায় মুমিনের ঝুলন্ত দেহ দেখতে পান তার পরিবারের লোকজন। পরে পুলিশে খবর জানানো হলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

মৃতের চাচাতো ভাই রাজু আহমদ জানান, গত রমজান মাসের প্রথম দিকে আব্দুল মুমিনের স্ত্রী ৩ সন্তান রেখে শাহজাহান ড্রাইভার নামের এক যুবকের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকেই আব্দুল মুমিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মানসিক চাপেই তিনি হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে।

তিনি বলেন, লোকমুখে শোনা যাচ্ছে- কয়েক দিন পূর্বে মুমিনের স্ত্রী তিনটি সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই মুমিন বিষাদগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাদগ্রস্ত হয়েই হয়তো মুমিন আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম