Logo
Logo
×

সারাদেশ

বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবিলম্বে অপসারণ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

বুধবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানার বিরুদ্ধে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন কলেজের শিক্ষার্থীরা। 

বানেশ্বর সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষকরা এ দাবিকে সমর্থন জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানার বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন। শিক্ষার্থীরা তাকে আর কলেজে দেখতে চান না। 

শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন কলেজের শিক্ষক বদিউজ্জামান। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বদিউজ্জামান পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ৪টি মামলা হয়েছে। ফলে বদিউজ্জামান কলেজে আসতে পারেন না। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা পলাতক বদিউজ্জামানের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর নিয়েছেন। বদিউজ্জামানকে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা বলেন, বদিউজ্জামানের বিষয়ে স্থানীয় থানায় খোঁজ নিয়ে জেনেছিলাম তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি তাকে মৌখিকভাবে কলেজে আসতে নিষেধ করেছি। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন। 

বানেশ্বর সরকারি কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম