Logo
Logo
×

সারাদেশ

সালথায় কৃষককে হাতুড়িপেটার অভিযোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

সালথায় কৃষককে হাতুড়িপেটার অভিযোগ

ফরিদপুরের সালথায় মোশাররফ হোসেন (৪০) নামে এক কৃষককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব বিরোধের জেরে হামলা চালিয়ে মোশাররফকে হাতুড়িপেটা করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের নারায়নপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোশারফ নারায়নপুর গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে। তিনি বর্তমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের পরিবার জানায়, পূর্ব বিরোধের জেরে বেশ কিছুদিন ধরে স্থানীয় জাহিদ মাতুববর ও রফিক মাতুব্বর মোশাররফকে হুমকি দিয়ে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে জাহিদ মাতুব্বরের সমর্থক নারানপুর গ্রামের নাহিদসহ ৮ থেকে ১০ জন মিলে মোশাররফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে মারধর করে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা মোশাররফকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জাহিদ মাতুববর বলেন, ‘নারানপুরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। তাছাড়া মোশাররফকে আমি চিনিও না।’

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘নারানপুর এলাকার ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সালথা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম