৫ বছরের শিশুর সঙ্গে বিকৃত যৌনাচার, বৃদ্ধ গ্রেফতার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের শিবচরে পাঁচ বছর বয়সি এক শিশুর সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে তোতা শেখ নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আর দুপুরে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া তোতা শেখ কাজী
কান্দি গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, উপজেলার
সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামে ওই শিশুর বাড়ি। একই ইউনিয়নের কাজী
কান্দি এলাকায় তার নানা বাড়ি। এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে যায় শিশুটি।
গত ১৬ এপ্রিল বুধবার বিকালে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল।
এ সময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলায়
শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি ভয় পেয়ে বাহিরে আসতে চাইলে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ।
এ সময় অভিযুক্ত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় ও বিকৃত যৌনাচার করে।
এদিকে পরিবারের লোকজন শিশুটিকে
রাস্তায় দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। এ সময় অন্য শিশুরা জানায়, তাকে তোতা শেখ নিজ
বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ
থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় বৃহস্পতিবার
শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শিবচর থানার ওসি মো. রতন
শেখ বলেন, মামলার প্রেক্ষিতে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
