|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির বাবা রিটন চাকমা অভিযোগ করে বলেন, তার মেয়ে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। এতে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায়ে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার নেই। তাছাড়া সেখানে চিকিৎসকের সংকট রয়েছে। ১৬ চিকিৎসকের জায়গায় কর্মরত আছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসা কর্মকর্তা পদায়ন দেওয়া হয়েছে; কিন্তু তিনি এখনো যোগদান করেননি।
