সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গঠিত সরকারই ইনসাফ কায়েম করতে পারে
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান বলেছেন, দেশে ডামি নির্বাচন যেন আর না হয় সেজন্য সবাইকে ঐকমত্যে আসতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পারে দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে।
শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর মুসলিম মিশন মিলনায়তনে দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এএইচএম হামিদুর রহমান বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের কবর রচনা করা সম্ভব নয়।
ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুর অঞ্চলের শতাধিক জামায়াতের নেতাকর্মী অংশ নেন।
