Logo
Logo
×

সারাদেশ

দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ!

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ!

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্টে দায়িত্বরত শামীম রেজা সাজু (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দর্শনা জয়নগর চেকপোস্টের নতুন ভবনে কোয়াটারে এ ঘটনা ঘটে।

শামীম রেজা সাজু কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জুতিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে ও দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ কনস্টেবল- ব্যাচ নাম্বার ৫৩২। 

খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার কনক, অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল সাইফ, দর্শনা থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদ তিতুমীর উপস্থিত হন। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, শামীম রেজা সাজু কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

শুক্রবার সকালে কোয়ার্টারের সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামিয়েছে। পরে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়।

তিনি জানান, ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। 

দামুড়হুদা পুলিশ লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম