সুন্দরগঞ্জে তিস্তার চরাঞ্চলে ভূমিহীনদের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ মাস্টার ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সরকারি জমি ভুয়া রেকর্ড তৈরি করে ১৯৬ একর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ও শাস্তির দাবিতে শুক্রবার সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়েনে ভাটি বুড়াইলের চরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চরাঞ্চলবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন- হাজী নুরুল আমিন মন্ডল, সাদা মিয়া, আব্দুর রশিদ, রাজু মিয়া, নজরুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শহিদুল্লাহ মাস্টার গাইবান্ধার বাসিন্দা নয়, তিনি ভূমিদস্যু। তিনি তার লাঠিয়াল বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ আমলে দুর্নীতিবাজ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে ভুয়া রেকর্ড তৈরি করেন।
এতে চরাঞ্চলের দরিদ্র ভূমিহীন বিক্ষুব্ধ পরিবারগুলো শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে ভূমিদস্যু শহিদুল্লাহর মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
