Logo
Logo
×

সারাদেশ

ভৈরবের গ্রামে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

ভৈরবের গ্রামে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই গ্রামের রবিউল মিয়ার ছেলে মিজান মিয়া (৩৫)। 

শুক্রবার সকাল ১০টার দিকে ভবানীপুর চকবাজারে দুইপক্ষের বিরোধ শত্রুতা মীমাংসা করতে বসে আলাপ-আলোচনার সময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের লোকজন লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়লে প্রতিপক্ষের আঘাতে মিজান মিয়া গুরুতর আহত হন। 

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহতরা হলেন- দুধ মিয়া (৩২), অপু মিয়া (২৪), পাপ্পু (২২) ও আক্তার (৩০)। তাদের মধ্যে গুরুতর আহত পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় রেফার্ড করা হয়েছে। তারা ৪ জন উপজেলা  হাসপাতালে চিকিৎসা নিলেও আহত অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। 

মৌটুপি গ্রামের দুই বংশের দুই চেয়ারম্যানের পূর্বশত্রুতা, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫৫ বছরে ১৮ খুন হয়। এই গ্রামের ঘটনায় সবসময় ভবানীপুরের লোকজন কারো না কারো পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়। মৌটুপি গ্রামের বিরোধের জের ভবানীপুরে আসে। ফলে শুক্রবার আবারও খুনের ঘটনাটি ঘটে।

নিহতের ফুফাত ভাই পারভেজ বলেন, মৌটুপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মিজান মিয়া ও বাদশা মেম্বার ঝগড়া করলে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা এ ঘটনার মীমাংসা করতে শুক্রবার সালিশে বসেন। সালিশে দুজন উত্তেজিত হয়ে দুইপক্ষের লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আমার ভাই মিজান নিহত হন।

শ্রীনগর এলাকার সাবেক চেয়ারম্যান ওসমান গনি বলেন, মৌটুপি গ্রামের বিরোধ ঝগড়া আমাদের গ্রামে এসে পড়ল। আমরা চেয়েছিলাম মৌটুপির ঘটনার বিরোধ যেন আমাদের গ্রামে না হয়; কিন্তু সালিশের সময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

এলাকার চেয়ারম্যান হারুন-উর রশিদ বলেন, যদি জানতাম এ ঘটনা ঘটবে তাহলে আজ সালিশের ব্যবস্থা করতাম না। দুটি পক্ষই উগ্র। মৌটুপি গ্রামের বিবাদ ঝগড়া এখন আমাদের গ্রামে ছড়িয়ে পড়ল। মিজানের নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়। লাশের ময়নাতদন্ত করতে কিশোরগঞ্জ পাঠানো হবে। পরে নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

ভৈরব সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম