Logo
Logo
×

সারাদেশ

বিজয়নগরে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী প্রশিক্ষণ

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম

বিজয়নগরে শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে এসে ব্যতিক্রমী প্রশিক্ষণ শুরু করেছে।

শুক্রবার সরকারি ছুটির দিন মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতি মো. মোজ্জামেল হক দুলালের উদ্যোগে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা প্রশিক্ষণ দেন। 

এই বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের ‘আলো জ্বালব নিজের ভেতরে’ ও শিক্ষকদের ‘গুণগত শিক্ষার পরিবেশ: চ্যালেঞ্জ ও পদক্ষেপ’ স্লোগানে শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. মোজ্জামেল হক দুলাল জানান, মুকুন্দপুর উচ্চবিদ্যালয় ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গতানুগতিক ধারায় চলে আসছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না। 

শিক্ষার মানোন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক ও নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি।

দিনব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহাম্মদ শাহানুর আলম, ফেনী সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন।

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজ্জামেল হক দুলালের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন সেশনে তিনজন প্রশিক্ষক মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও ১২০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা প্রশিক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম