Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল নারীর

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল নারীর

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহণের একটি বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে ।

ওসি বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম