Logo
Logo
×

সারাদেশ

পাহাড় মাতালো সাংগ্রাই জল উৎসব, রাঙামাটিতে নারী-পুরুষের ঢল

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

পাহাড় মাতালো সাংগ্রাই জল উৎসব, রাঙামাটিতে নারী-পুরুষের ঢল

পাহাড় মাতিয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব। এ উৎসবে একাট্টা হয়ে মেতেছেন পাহাড়ি-বাঙালির সব সম্প্রদায়ের মানুষ। এতে বর্ষিত হয়েছে ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসবের মৈত্রীজল। 

মারমাদের এ প্রাণের উৎসব ঘিরে শনিবার রাঙামাটিতে আয়োজিত অনুষ্ঠানে নারী-পুরুষের ঢল নেমেছে। 

এদিন সকাল থেকে রাঙামাটি মারী স্টেডিয়ামের অনুষ্ঠান স্থলে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের জনতার সমাগম ঘটে। 

অন্যদিকে শুক্রবার রাতে হামলা হওয়ার আশঙ্কা ও নিরাপত্তার কথা উল্লেখ করে ‘মারমা যুব সমাজ’ নামে একটি পক্ষ জনসাধারণকে অনুষ্ঠানে যোগ দিতে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে।  

এর আগে জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া, কাপ্তাইয়ের চিৎমরমসহ বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পাহাড়ি গ্রামে অনুষ্ঠিত সাংগ্রাই জল উৎসব মাতিয়ে তোলে পাহাড়জুড়ে। 

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু ১২ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ১৪ এপ্রিল। 

এর পরপরই তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় ১৫ এপ্রিল থেকে শুরু হয় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব। 

শনিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে আয়োজিত সর্বজনীন উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। 

এদিন সকাল থেকে মারমাদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন শহরসহ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকার নানা সম্প্রদায়ের অগণিত নারী-পুরুষ। 

মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত ‘সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫’ শীর্ষক এ উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং সম্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। 

মাসস সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাঈদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা প্রশাসক হাবিব উল্ল্যাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মাসস সাধারণ সম্পাদক উশানু মারমা নয়ন। 

বক্তারা সব ভেদাভেদ ভুলে পাহাড়ে জাতি, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে সবার মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন এবং শান্তি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতেই মারমা তরুণ-তরুণীরা পরিবেশন করেন উদ্বোধনী নৃত্য-সংগীত। এরপর ঐতিহ্যবাহী মং (ঘণ্টা) বাজিয়ে মৈত্রীজল বর্ষণ করে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। 

এর পরই একে অপরকে পানি ছিটিয়ে প্রাণের জলকেলীতে মেতে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। একইসঙ্গে মাতিয়েছেন হাজারো দর্শককে। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি সাংগ্রাই উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম