Logo
Logo
×

সারাদেশ

নিরাময় কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

নিরাময় কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফরিদপুর শহরের বদরপুরে ‘স্বপ্ন নিবাস’ নামের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিরাময় কেন্দ্রে থাকা রোগীরাই এমনটি করেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, নিরাময় কেন্দ্রটিতে ৪১ জন মাদকাসক্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে কয়েকজন রোগীকে নিয়মিত মারধর করতো নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। এর জেরে শনিবার সন্ধ্যায় নিরাময় কেন্দ্র ভবনের দ্বিতীয় তলার পুরাতন কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ রোগীরা। এ সময় তারা রুমের আসবাবপত্র ও জানালার গ্লাস ভাঙচুর করে চিৎকার করতে থাকে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ  ঘটনাস্থলে এসে আগুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে আসে। পরে সকল বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে ভবনটির দ্বিতীয় তলায় প্রবেশ করে রোগীদের বুঝিয়ে  পরিস্থিতি শান্ত করে।

রোগীদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের কর্মচারী তাদেরকে প্রতিনিয়ত নির্যাতন ও মারধর করে। তাদেরকে ঠিকমতো খাবার দেয় না। এর জেরে তারা উত্তেজিত হয়ে ভাঙচুর ও আগুন দেয়।

স্বপ্ন নিবাস নিরাময় কেন্দ্রের মহাপরিচালক তাওহিদুর রশিদ খান সজিব বলেন, ‘রোগিরা বাহিরে যাওয়ার জন্য আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। কিন্তু এগুলো সঠিক নয়।’

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদউজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে সেখানকার পরিস্থিতি শাস্ত রয়েছে।’

ফরিদপুর নিরাময় কেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম