Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে বিজয়নগরের ওসি ক্লোজড

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম

যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে বিজয়নগরের ওসি ক্লোজড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি রওশন আলীকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশ তাকে ক্লোজড করা হয়।

রওশন আলীর জায়গায় স্থলাভিষিক্ত হলেন জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলাম।

এর আগে গত ১৮ এপ্রিল রওশন আলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক যুগান্তর। ‘ওসির গ্রেফতার বাণিজ্য’ শিরোনামে হওয়া সংবাদের পরই নড়েচড়ে বসেন পুলিশের ঊর্ধ্বতনরা।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ওসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম