Logo
Logo
×

সারাদেশ

ঝুট ব্যবসা নিয়ে গুলি করা জিয়া গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম

ঝুট ব্যবসা নিয়ে গুলি করা জিয়া গ্রেফতার

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোঁড়ার ঘটনায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আর রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেফতার হওয়া মো. জিয়া দেওয়ান (৪০) আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

শাহীনুর কবির জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার ফুলবাগান রোডের এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারে বিদেশি পিস্তুল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন জিয়া। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জিয়ার দেওয়া তথ্যমতে, তাদের পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া ঝুট ব্যবসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম