Logo
Logo
×

সারাদেশ

পিকআপচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

পিকআপচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মহাসড়কে এলোমেলো মোটরসাইকেল রেসিংয়ের সময় ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।  

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর শহরের পল্লবী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম (১৭) তার বন্ধু হাসানকে নিয়ে এলোমেলোভাবে  মোটরসাইকেল চালাচ্ছিল। শহরের পল্লবী মোড়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন সহযাত্রী হাসান। ওই সময় রাস্তা দিয়ে চলমান একটি পিকআপ হাসানকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত হাসান পৌর এলাকার চকপাড়া লিচুবাগান এলাকার মিলন হোসেনের ছেলে এবং আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিরামপুর পিকআপচাপায় পরীক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম