শিশু সন্তানের সামনে যুগান্তর প্রতিনিধিকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভূমিদস্যুতার খবর সংগ্রহ করতে গিয়ে শিশু সন্তানের সামনে যুগান্তরের তাড়াইল প্রতিনিধি মুকরামিন খান স্বাধীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর করা হয় তার মোটরসাইকেল এবং ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা, নগদ টাকা ও মোবাইল ফোন।
রোববার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন সাররং গ্রামে এ ঘটনা ঘটে।
মুকরামিন খান স্বাধীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মুকরামিন খান স্বাধীন শিশুসন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে সরকারি রাস্তায় গোয়ালঘর নির্মাণকাজ পরিদর্শনের সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ৪-৫ জনের ভূমিদস্যু চক্র শিশুসন্তানের সামনেই ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় মুকরামিন খান স্বাধীন চিহ্নিত ভূমিদস্যু চক্রের হামলাকারীদের আসামি করে তাড়াইল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
