Logo
Logo
×

সারাদেশ

যশোরে উপজেলা আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ২

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম

যশোরে উপজেলা আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ২

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলকে এবং নাভারণ পেট্রল পাম্পের সামনে থেকে নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়।

তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।

যশোর আ.লীগ সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম