Logo
Logo
×

সারাদেশ

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী রেজাউল ইসলাম। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুধ দিয়ে গোসল করা রেজাউল ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে। তার দাবি, দুধ দিয়ে গোসল করে পাপমুক্ত হয়েছেন তিনি। ইতিমধ্যে গোসলের ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

রেজাউল বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে সাথীর সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের ঘরে চার বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে। স্ত্রী তার মায়ের কুবুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্ত সৃষ্টি করে। বার বার তাকে সতর্ক করা হলেও তিনি শুধরাননি। ছেলের মুখের দিকে তাকিয়ে সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশি বৈঠকেও বসা হয়।

তিনি আরও বলেন, ‘পারিবারিক অশান্তির জেরে রোববার বিকালে সালিশি বৈঠকে বসা হয়। সেখানেই স্ত্রীকে তালাক দেয়। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পাপ মুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’

রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে তার মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। আমার নাতির এখন কি হবে তাই চিন্তা করছি।’

রেজাউলের চাচতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকালে করইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে আমর চাচাতো ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কোনোভাবেই উভয়পক্ষকে আপস করানো যায়নি। তাই উভয়পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

তালতলী দুধ দিয়ে গোসল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম