Logo
Logo
×

সারাদেশ

নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম

নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দির সংলগ্ন এলাকার একটি মিষ্টির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত রাজীব সরকার (৩০) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ের মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।

স্থানীয়রা জানান, চার থেকে পাঁচদিন দিন ধরে দোকানটি বন্ধ ছিল। রোববার রাতে দোকানের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় এক ব্যক্তি রাজীবের খোঁজ নিতে গিয়ে দোকানটির সাঁটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান। পরে সাঁটার পুরোটা খুলে ভেতরে রাজীবের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, ‘রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল ও এটি আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গোয়াইনঘাট লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম