|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা
গেছে। পুলিশ বলছে, গ্রেফতাকরকৃতরা বিভিন্ন মামলার আসামি।
সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান
বলেন, রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত নাশকতাবিরোধী অভিযান চালানো
হয়। এ সময় সদর থানা এলাকা থেকে সাতজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, ফুলবাড়ি থানায় চারজন
ও উলিপুর থানায় তিনজনকে আটক করা হয়। এছাড়া রাজারহাট, কচাকাটা, ঢুষমারা, রাজিবপুর ও চিলমারী থানা এলাকা দুজন করে এবং নাগেশ্বরী
ও রৌমারী থানা থেকে একজন করে আটক করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটক হওয়া ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার
দেখানো হয়েছে। জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
