Logo
Logo
×

সারাদেশ

বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম

বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

কুমিল্লার নাঙ্গলকোটে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র (১৩) বলৎকারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পেরিয়া ইউপির উত্তর শাকতলী গ্রামের দিঘির দক্ষিণ পাশে নতুন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর মায়ের মামলার পর আমিরুল ইসলাম (৪৮) নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া আমিরুল ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রোববার পেরিয়া ইউপির উত্তর শাকতলী এলাকার রাজার পুকুরপাড়ে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ শুনতে সেখানে যায় ওই স্কুলছাত্র। রাত ৮টার দিকে মাহফিলের পাশে ফুসকা খেতে গেলে আমিরুল ওই কিশোরকে ফুসলিয়ে দিঘির দক্ষিণ পাশে নতুন রাস্তার মাথায় নিয়ে যায়। পরে সেখানে তাকে বলৎকার করে। ওই কিশোর বাড়িতে গিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ঘটনা খুলে বললে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করে।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ‘ওই স্কুলছাত্রের মা দাবি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাঙ্গলকোট মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম