Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৪ আইনজীবী কারাগারে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

কুমিল্লা বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৪ আইনজীবী কারাগারে

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় বারের সাবেক সভাপতি সম্পাদকসহ ৪ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের ৩ আগস্ট নগরীর পুলিশ লাইনে এ হামলা করা হয়।

সোমবার দুপুরে অভিযুক্ত এসব আইনজীবী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দীর্ঘ সময় শুনানির পর বিকাল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- কুমিল্লা বারের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন। 

আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ১২ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬১ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২৬ আইনজীবীকেও আসামি করা হয়।

এসব আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে সোমবার ২৪ আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। বিচারক মো. মাহাবুবুর রহমান চার্জশিট পর্যন্ত ২০ জনের জামিন মঞ্জুর করে ৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, কুমিল্লা বারের আওয়ামী লীগপন্থি সাবেক সভাপতি সম্পাদকসহ ২৬ আইনজীবী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত রয়েছে। তারা গত ১৬ বছর আদালতে ন্যায়বিচার পরিপন্থি কাজ করেছে। স্বৈরাচারের লেসপেন্সার ছিল কুমিল্লা বারের এই অ্যাডভোকেট প্যানেল। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় কুমিল্লা বারের সাবেক সভাপতি সম্পাদকসহ ৪ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। ২০ জনকে চার্জশিট পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। ২ আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম