Logo
Logo
×

সারাদেশ

নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের কাণ্ড

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের কাণ্ড

নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে মাদকাসক্ত ছেলে। আগুনে পরিত্যক্ত একটি মুরগির খামার এবং রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার লেবুতলা গ্রামের কামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, লেবুতলা গ্রামের কামাল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (১৫) একজন মাদকাসক্ত। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। সম্প্রতি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে অনুরোধ করছিল ছেলে জুনায়েদ; কিন্তু বাবা তার পুরাতন মোটরসাইকেল ব্যবহার করার কথা বলে। এতে ছেলে রাজি না হয়ে বাবার সঙ্গে অভিমান করে। 

রোববার বিকালে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে জুনায়েদ। এ সময় প্রতিবেশী একজন দেখে ফেলায় আগুন নিভিয়ে দেয়। বিষয়টি বাবা কামাল হোসেন জানতে পেরে থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে তাকে এসব কাজ না করার জন্য বুঝিয়ে চলে যায়। এতে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে বাবার সঙ্গে তর্কে জড়ায়।

পরে ওই রাত ৯টার দিকে বাবা বাড়িতে না থাকায় পরিত্যক্ত মুরগির খামারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ক্ষতিগ্রস্ত কামাল হোসেন বলেন, ছেলে জুনায়েদ খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করায় এমন কাণ্ড ঘটিয়েছে। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ছেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছেলেকে পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম