Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নারাণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলার রায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানাকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম রানা আদালতে উপস্থিত ছিলেন। জসিম রানা বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল জানান, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জেন কাঞ্চন এলাকায় একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর পরিবারের সদস্যদের জানান, তার স্ত্রী সুরভী আক্তার আত্মহত্যা করেছে। এ কথা বলে জসিম রানা পালিয়ে যায়। 

এ ঘটনায় সুরভী আক্তারের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ মামলার তদন্তে বেরিয়ে আসে সুরভীকে হত্যা করা হয়েছে। আদালত এ মামলার বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন।

নারাণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম