সাংবাদিক ছেলের সামনে বাবাকে মেরে ফেলল ভাড়াটিয়া
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন এক কলেজশিক্ষক। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল (৬০) ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের দীর্ঘদিনের সম্মানিত শিক্ষক এবং কক্সবাজারের তরুণ সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের পিতা।
সোমবার আসরের নামাজের পর উখিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মরহুম শিক্ষক ইকবালকে উখিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতের ছেলে সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফ প্রকাশ বট্টলের (৪৫) কাছে বকেয়া দোকান ভাড়ার টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ আমার বাবার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো ঘটনা তার চোখের সামনেই ঘটে বলে জানান নিশান।
পরে স্থানীয় জনতা অভিযুক্ত শরিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ভাড়ার টাকা নিয়ে বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একজন শিক্ষকের এমন নির্মম মৃত্যুতে উখিয়ার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
