পুলিশ হেফাজত থেকে অটোরিকশার ব্যাটারি চুরি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাদুল্লাপুর থানায় পুলিশে হেফাজত থেকে এবার অটোরিকশার ব্যাটারি চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অটোরিকশাচালক এ ঘটনার প্রতিকার চেয়ে গাইবান্ধা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, ৪ এপ্রিল বিকালে সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে তার ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি থানায় নিয়ে আসে সাদুল্লাপুর থানা পুলিশ।
এরপর অটোরিকশাটি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েও ছেড়ে দেয়নি। পুলিশ অটোরিকশাটি আটক করে সাদুল্লাপুর থানা চত্বরে রেখে দেন; কিন্তু চালক আশিক মিয়া আজ সাদুল্লাপুর থানায় যান তার গাড়ি দেখতে। পুলিশের সামনে গাড়ি খুলে দেখতে পান তার অটোরিকশার একটি ব্যাটারি চুরি হয়ে গেছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন হোসেন বলেন, থানা চত্বর থেকে ব্যাটারি চুরি হয়েছে সত্য। আমি ব্যক্তিগতভাবে চালককে ওই কিনে দেব।
