কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল ওএসডি
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমকে ওএসডি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুসিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বহুল আলোচিত এবং সমালোচিত ওই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে ঘুরেফিরে কুমিল্লার বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেন।
এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আদেশ দেওয়া হয়।
কুসিক সূত্র জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। বিগত কুসিক এবং জাতীয় নির্বাচনে বিতর্কিত ভূমিকার জন্য তিনি সমালোচিত হন। সেই সময় তাকে শোকজ করা হয়। তবে এবার ওএসডির সুনির্দিষ্ট কারণ নিয়ে মুখ খোলেননি প্রশাসকসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
এ বিষয়ে ফোন রিসিভ না করায় ওএসডি হওয়া কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
