দুই যুগ পর ভোটের মাধ্যমে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নতুন কমিটি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুই যুগ পর সরাসরি ভোটের মাধ্যমে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কাউন্সিল শেষে রোববার রাতে ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস কাব্য।
দিনব্যাপী কলেজ মাঠে শাখা ছাত্রদলের কাউন্সিল শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স। সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
