পার্কিং করা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১
যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পার্কিং করা ট্রাকে ধাক্কা দিয়েছে মাছ বোঝাই অপর একটি ট্রাক। এতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ব্রাহ্মণখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম চান মিয়া। পেশায় হেলপার চান মিয়ার বাড়ি রাজশাহীতে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণখালী এলাকায়
একটি ট্রাক পার্কিং করা ছিল। সকাল ৬টার দিকে অপর একটি ট্রাক পার্কিং করা ট্রাকটিকে
ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই মারা যায় ট্রাকটির
হেলপার চান মিয়া।
পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ
উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’
