চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বেলা ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।
এর আগে চলতি বছরের ৬ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ; যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অসহ্য গরম অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।
