Logo
Logo
×

সারাদেশ

সাঘাটা বিএনপির সদস্য সচিব সেলিম বহিষ্কার

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

সাঘাটা বিএনপির সদস্য সচিব সেলিম বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম আহমেদ তুলিপকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত। এছাড়াও বিষয়টি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সেলিম আহমেদ তুলিপ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একজন দাপুটে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাহাড় জমা পড়ে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে।

এরই ধারাবাহিকতায়, দলের পক্ষ থেকে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় শেষপর্যন্ত দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাইবান্ধা বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম