Logo
Logo
×

সারাদেশ

লাশবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, চালক নিহত আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

লাশবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, চালক নিহত আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সচালক আমির হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন।

বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আমির হোসেন শরীয়তপুরের নড়িয়া থানাধীন পাচক এলাকার নুরুল হকের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো. জাহানুর আলী জানান, ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আশুগঞ্জের মোশাইর এলাকার নবী হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় পৌঁছলে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মারা যান চালক আমির হোসেন। এ সময় আহত হন অ্যাম্বুলেন্সে থাকা হাবিবুল্লাহ, আছমা ও রুবিয়াসহ ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, অ্যাম্বুলেন্সে থাকা নবী হোসেনের মরদেহ তার স্বজনরা নিয়ে যান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত চালক আমির হোসেনের স্ত্রী শিরিনা আক্তার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম