ছাত্রদল নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল আমিনের বাড়ি থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বন্দরের মদনপুরের মাস্টারবাড়ির ছাত্রদল নেতার বাসা থেকে জাহেদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।
জাহেদ খন্দকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, তিনি যুবলীগ নেতা কিনা এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
