Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

কালীগঞ্জে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানের দেয়াল কেটে চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা  পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরা ছিল। এরপর তারা সিন্ধুকের তালা ভেঙে ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। 

চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করছেন দোকান মালিক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্র পিপি পরে দোকানে প্রবেশ করে। যাতে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

স্বর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম