শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দুলাল হোসেন নামে একজনকে আটক করেন এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করে বিকালে থানায় নিয়ে আসে পুলিশ।
আটক মো. দুলাল হোসেন (৫৫) বীরগঞ্জ উপজেলার মরিচা ডাবরা জিনেশ্বরী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী মাস্টারের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. লতিফুল ইসলাম বলেন, সকালে বাড়ি থেকে ডাবরা বাজারে আসার পথে এক ভ্যানচালক একটি শিশুকে কাঁদতে দেখে। পরে ভ্যানচালকসহ শিশুটির কাছে কান্নার কারণ জানতে চায়। এ সময় শিশুটি জানায়- মাদ্রাসায় যাওয়ার পথে একটি লোক তাকে জোর করে জড়িয়ে ধরেছে। সে চিৎকার করলে লোকটি ভুট্টাখেতের ভেতরে লুকিয়ে যায়। মেয়েটির কাছে লোকটির বর্ণনা শুনে তারা খুঁজতে ভুট্টাখেতের ভেতরে যান। খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে বাজারে চলে আসেন। এরপর জানতে পারি ভ্যানচালকসহ কিছু লোক মেয়েটির বর্ণনা অনুযায়ী দুলাল হোসেন নামে একজনকে ভুট্টাখেত হতে আটক করেছেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দীন জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
