Logo
Logo
×

সারাদেশ

হিমাগারের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার

Icon

সুশীলপ্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম

হিমাগারের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় রাঙামাটিতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। টেন্ডারের মাধ্যমে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে এ হিমাগার নির্মাণের কাজ পান জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা মো. শফিউল আজম। তবে গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর হিমাগারের কাজ ফেলে লাপাত্তা রয়েছেন এ ঠিকাদার। এতে করে আটকে আছে কাজটি।

জানা গেছে, ২০২২ সালে ‘রাঙামাটি পার্বত্য জেলায় কোল্ড স্টোরেজ নির্মাণ ’শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় প্রকল্পটির অনুমোদনসহ অর্থায়ন দিচ্ছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। ২০২৩-২৪ অর্থবছর শুরু হওয়া এ প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় দুই কোটি ৭৫ লাখ টাকা। দরপত্র আহবান ও কার্যাদেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালের জুনের পরে।

চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় হিমাগার নির্মাণের কাজটি পান ঠিকাদার শফিউল আজম। তবে দেশের পটপরিবর্তনের পর থেকে এ ঠিকাদারের হদিস মিলছে না। এমনকি নির্মাণাধীন কাজটিও হচ্ছে না।

সংশ্লিষ্ট অনেকের অভিযোগ, হিমাগার নির্মাণের কাজটি নামকাওয়াস্তে প্রকল্পে নেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের লোক দেখানো কাজ এটি। এমনকি, পতিত সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বহু প্রকল্পের কাজ দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট দোসরদের।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, ‘নির্মাণাধীন হিমাগার স্থাপনার কাজটি বর্তমানে স্থবির হয়ে আছে। ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। এটি একটি পরীক্ষামূলক প্রকল্প। তবে, এর মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরে ১৮টি নতুন প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। এসব প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আগের প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত কোনোটির প্রকল্প বাতিল করা হয়নি। যেসব প্রকল্পে বিতর্কিত বিষয় উল্লেখ রয়েছে সেগুলো যাচাই করে নাম পরিবর্তনের প্রস্তাবনা করা হয়েছে। আগের কোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়নি। তবে অনেক কাজে সমঝোতায় হাতবদলের তথ্যও আছে।’

রাঙামাটি হিমাগার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম