|
ফলো করুন |
|
|---|---|
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোনাদিঘী মোড় ও কুমারপাড়া হয়ে আবারও জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
ওই সমাবেশ থেকে নারীবিষয়ক সংস্কার কমিশনের
সুপারিশকে ‘ইসলামবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল নারীবিষয়ক
সংস্কার কমিশন একটি সুপারিশপত্র জমা দিয়েছে, যেখানে সব ধর্মের নারীদের জন্য সমানাধিকার
নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন’ প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিয়ে, তালাক,
উত্তরাধিকার, ভরণপোষণসহ বিভিন্ন বিষয়ে ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাব রাখা
হয়েছে।
প্রস্তাবিত এ আইন ইসলামবিরোধী এবং সংবিধানের
২ ও ১২ ধারার আলোকে বহুত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধকে খর্ব করার অপচেষ্টা।
কমিশনের সুপারিশগুলোতে বিয়েতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত, সন্তানের ওপর মায়ের
সমান অধিকার, উত্তরাধিকারে সম্পত্তিতে নারীর ৫০ শতাংশ ভাগ, বৈবাহিক ধর্ষণকে ফৌজদারি
আইনে অন্তর্ভুক্ত করা ও যৌনকর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল; কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর
শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ হাফি, জেলা শাখার সহসভাপতি মুফতি আবু তাহের, মহানগরের
সহসভাপতি জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ উপস্থিত
ছিলেন।
