Logo
Logo
×

সারাদেশ

চরফ্যাশনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

চরফ্যাশনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলার চরফ্যাশনে স্বপন কুমার দাস নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর গত ২ এপ্রিল সন্ধ্যায় স্বপনকে মারধর করা হয়।

মৃতের স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে মৃতের স্ত্রী বসু বালা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আর পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে পাঠিয়েছে।

লিখিত অভিযোগে বসু বালা জানান, গত ২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার উত্তর ফ্যাশন ৯ নম্বর ওয়ার্ডের বাড়ির কাছে নায়েবের পোল এলাকায় চা খেতে গিয়েছিলেন স্বপন। সেখান থেকে বাড়ি ফেরার পথে হান্নান, তুহিন, আনোয়ার, সিয়াম, ইমন, মিলন হাসানসহ আরও কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাক লালমোহন হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা স্বপনকে ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসে পরিবার। পরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে স্বপন কুমার মারা যান।

মৃতের স্বজনদের অভিযোগ, আসামি পক্ষ স্বপনের থেকে কোনো জমি না কিনলেও দীর্ঘদিন ধরে তাকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় মৃতের স্ত্রী মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

চরফ্যাশন খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম