ফরিদপুরে মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধ, আলটিমেটাম
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের বাখুন্ডা হতে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আধাঘণ্টা অবরোধের পর ৭ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কের ফরিদপুরের তালমা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে হাজারও যাত্রী দুর্ভোগে পড়েন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটির বেহাল থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। গত কয়েক মাসে এ মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। পঙ্গুত্ববরণ করেছেন শতাধিক মানুষ।
বক্তারা বলেন, মাঝে মধ্যে সড়ক বিভাগ সংস্কারের নামে কিছু কাজ করলেও তা একেবারেই লোক দেখানো। এসব কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
মহাসড়কের টেকসই সংস্কারের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, ৭ দিনের মধ্যে মহাসড়কটি সংস্কারে টেকসই উদ্যোগ নেওয়া না হলে সড়ক অবরোধের মাধ্যমে দক্ষিণাঞ্চলের সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, মোশাররফ হোসেন খান, সজীব ঘোষ, আশরাফ আলী লাভলু, জেনারুল শেখ, নাজমুল সরদার, পপিন খান, মজিবর মোল্লা, মাসুদ মোল্লা, রহিম শেখ প্রমুখ।
মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করা হয়। আধাঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করার ফলে কয়েকশ যানবাহন আটকে পড়ে। এতে দুর্ভোগের মধ্যে পড়েন এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারী হাজারও মানুষ।
