Logo
Logo
×

সারাদেশ

জুলাই হত্যাকাণ্ড

‘গুডম্যান’ জ্যাকোর বাসা আসামিদের আশ্রয়স্থল

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

‘গুডম্যান’ জ্যাকোর বাসা আসামিদের আশ্রয়স্থল

ছাতকে স্বৈরাচার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত আলী জ্যাকোসহ জুলাই হত্যাকাণ্ড মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, স্বৈরাচারের দোসর জ্যাকো বহাল তবিয়তে এখনও নিজ বাড়িতে চিহ্নিত অপরাধীদের নিয়ে রাজকীয় হালে নিরাপদে বসবাস করছেন। তার নেতৃত্বে সন্ত্রাসীরা দাপটের সঙ্গে নানা অপরাধ কর্মকাণ্ড  চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে। প্রশাসন ও পুলিশের রহস্যজনক নীরবতা নিয়ে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে।

খোঁজ নিয়ে জানা যায়, জ্যাকোর নেতৃত্বে আওয়ামী দোসর হিসাবে চিহ্নিত কবির আহমদ, নুর মিয়া, জুলাই হত্যা মামলার আসামি হিরক তালুকদারকে নিয়ে একটি সন্ত্রাস বাহিনী গড়ে উঠেছে। এ বাহিনীর বিরুদ্ধে হত্যা, পুলিশ এ্যাসল্ট মামলাসহ জমি জবর দখলের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে এই সিন্ডিকেট।

যদিও স্থানীয় ফাঁড়ি পুলিশ বলছে- তারা বিষয়টি তাদের জানা নেই। এখন তো জানছেন এমন প্রশ্নে ফাঁড়ি পরিদর্শক বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, তার এই সিন্ডিকেটটি এসব করার পেছনে সাহস হিসাবে প্রশাসনের পাশাপাশি সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঙ্গে ঘনিষ্ঠতাকে ব্যবহার করছে।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম জানান, ১৬ এপ্রিল ভূমি চক্রের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি হাজী ইমান আলী, হাজী এখলাছ আলী, ইয়াসিন মিয়াসহ দশ ব্যক্তি বাদী হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবরে লিখিতভাবে অভিযোগ করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার মোবাইল ফোনে একাধিক ফোন করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) বলেন, জুলাই হত্যাকাণ্ড মামলার আসামিরা নিরাপদ আশ্রয়ে থাকতে দেওয়া হবে না। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ জুলাই হত্যাকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম