Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে মফস্বল সাংবাদিকতায় প্রশিক্ষণ শুরু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫১ এএম

চাঁদপুরে মফস্বল সাংবাদিকতায় প্রশিক্ষণ শুরু

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন ১৬ দিনব্যাপী দীর্ঘমেয়াদি মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা ও আমার দেশ পাঠক মেলার কেন্দ্রীয় উপদেষ্টা মো. কাউছার আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন প্রশিক্ষণার্থী মাওলানা শামছুদ্দিন আহমেদ।

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলম ও গিয়াস উদ্দিনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন।

চাঁদপুর সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম