পরকীয়ায় রৌমারী থানার কনস্টেবল প্রত্যাহার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পরকীয়ার অভিযোগে রৌমারী থানা থেকে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার।
প্রত্যাহার হওয়া কনস্টেবলের নাম মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের এক যুবকের সঙ্গে ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে একজন ছেলে সন্তান আছে। ওই যুবক রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন।
মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে (তারা মিয়ার বাড়ি) নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে যুবকের স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।
ওসি মো. লুৎফর রহমান বলেন, ভিকটিম যুবক থানায় এসেছিলেন। অভিযুক্ত কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
