Logo
Logo
×

সারাদেশ

ভারতে আটক দুই বাংলাদেশি, একজনের অবস্থা আশঙ্কাজনক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ এএম

ভারতে আটক দুই বাংলাদেশি, একজনের অবস্থা আশঙ্কাজনক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার গোলপোখর থানার পুলিশ বৃহস্পতিবার দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

তারা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোহাম্মদ মুসা ও কৃষ্ণ চন্দ্র রায়। তাদের মধ্যে মুসা পুলিশের হেফাজতে মারধরের শিকার হয়ে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানায়, তারা মোট ১১ জন বাংলাদেশি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। বাড়িতে ফেরার পথে ২ জন আটক হয়েছেন, বাকি ৯ জন পালিয়ে গেছেন। এ সংবাদ ভারতের গণমাধ্যমেও প্রচার হয়েছে।

জানা গেছে, ভারতীয় দালালের সহায়তায় ‘বিপুল চন্দ্র রায়’ নামে ভারতের জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড) তৈরি করেন কৃষ্ণ চন্দ্র। তাকে ভারতের ইসলামপুরের একটি কারাগারে পাঠানো হয়েছে। মুসাকে আটকের পর তাকে মারধর করে ভারতের পুলিশ। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার সীমান্তের কয়েকটি এলাকায় বৈঠক করেছি।

ঠাকুরগাঁও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম