Logo
Logo
×

সারাদেশ

এক যুবকের সহযোগিতায় ইটভাটা শ্রমিককে ধর্ষণ করে অপরজন

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ এএম

এক যুবকের সহযোগিতায় ইটভাটা শ্রমিককে ধর্ষণ করে অপরজন

যশোরে এক ইটভাটায় ইট তৈরির পটের মধ্যে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে এক যুবক। অপর যুবক তাকে সহযোগিতা করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বাগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একই দিন সকালে যশোর সদর উপজেলার বাগেরহাটের এক ইটভাটায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।

পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ থেকে ৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করছেন। অভিযুক্ত আকরাম একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি একই ভাটার ট্রাকে কাজ করেন। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। শুক্রবার সকালে ওই নারীকে জোরপূর্বক ইট তৈরির পটের মধ্যে নিয়ে আকরাম ধর্ষণ করে। এ সময় রাব্বি সহযোগিতা করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম