ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। শনিবার বিকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে হওয়া এ সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, আনোয়ার শেখ (৫৫), সাকিবুল শেখ (১৬), আদনান সিদ্দিক (২০),
রাতুল মোল্লা (২০), উজ্জ্বল শেখ (৪০), জাকির ফকির (৪৮), অংকন (১৮), আরিফ শেখ (১৮),
কুরশি বেগম (৩৫), ফরহাদ মাতুব্বর (২৭), জাহাঙ্গীর মাতুব্বর (৬০) ও মাফিয়া বেগম (৪৮)।
এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আজিমনগর গ্রামের
জাহাঙ্গীর মাতুব্বর ও ফারুক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে
বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে সীমানা নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা
ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে ফরহাদ, জাহাঙ্গীর ও মাফিয়া বেগমের
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপক্ষের মধ্যে ফের
হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত
অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
