
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের যাদিবপুর বিওপির ওপারে ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের কাছে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে বাংলাদেশে ফেরার পথে তাকে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির নাম ওবাইদুল। তিনি মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর
গ্রামের হানেফ আলীর ছেলে।
যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ১০
থেকে ১২ বাংলাদেশি ভারতে যান। তারা ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ওবাইদুল প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওবাইদুলের মরদেহ ভারতের চব্বিশ পরগুনা জেলার
হেলেঞ্চা থানায় নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
বিষয়টি নিয়ে মহেশপুর-৫৮ বিজিবির মন্তব্য নিতে একাধিকবার ফোন দেওয়া হলেও
তারা তা রিসিভ করেননি।